 
                            
                            আগের আসরগুলোকে পেছনে ফেলে এবারের উদ্বোধনী অনুষ্ঠান আরও জমকালো করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে বন্যার জন্য এ পরিকল্পনা বাস্তবায়ন থেকে পিছু হটে বিসিবি এবং উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় অর্থ দান করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। পিছিয়ে ছিল না বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সও। বিপিএলের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে ত্রাণ দেয় দলটি। উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় আকর্ষণ কিছুটা হলেও কমেছে বিপিএলের। তার ওপর আইকন ক্রিকেটারদের আগাম দলভুক্তিতেও ক্রিকেটার টানাটানি নিয়ে সেই উত্তেজনাও চোখে পড়েনি। এর পরও বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানের আকর্ষণের মূলে ছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তাকে দলভুক্ত করে রাজশাহী কিংস। শিরোপা ধরে রাখার জন্য দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় রংপুর রাইডার্সও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে। দলটির ফ্র্যাঞ্চাইজি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান স্পষ্ট করেই জানিয়েছেন, রংপুর রাইডার্স মাঠে শিরোপার জন্য লড়বে। শুধু বিপিএল নয়, দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানটি পেশাদার ফুটবল লিগে দুই জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছে। এ ছাড়া প্রিমিয়ার ক্রিকেটে শেখ জামাল ক্লাবেরও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান শেখ রাসেলের চেয়ারম্যান এবং সাফওয়ান সোবহান শেখ জামালের সভাপতি। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকায় গলফের এশিয়ান ট্যুরের আসর বসেছিল দুইবার। দেশের এমন কোনো খেলা নেই যে, বসুন্ধরা গ্রুপ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। ক্রীড়াঙ্গনে অবকাঠামো নির্মাণেও দেশের এই শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমানের সঙ্গে মুস্তাফিজও ছিলেন আইকন ক্রিকেটার। কিন্তু আর্থিক অসচ্ছলতার জন্য রেজিস্ট্রেশন ঝামেলার কারণে বরিশাল বুলসকে বাদ দেয় বিপিএল কর্তৃপক্ষ। এরপর উন্মুক্ত ক্রিকেটার হয়ে পড়েন মুস্তাফিজ। আইকন ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়লেও তাকে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রাখে বিপিএল। মূল্য ধার্য করে ৪৫ লাখ টাকা। লটারিতে তাকে দলভুক্ত করে রাজশাহী। পিছিয়ে ছিল না রংপুর রাইডার্স। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সরব উপস্থিতিতে নাইমুর রহমান দুর্জয়, ইশতিয়াক সাদেকরা দলের প্রয়োজনীয় জায়গা পূরণ করে শিরোপা জয়ের দল গঠন করেছেন। লটারিতে দলে নেন বাঁ হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, বাঁ হাতি স্পিনার নাজমুল হোসেন অপু, অলরাউন্ডার জিয়াউর রহমান, বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি, দেশের অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজ, ফাস্ট বোলার এবাদত হোসেন, বাঁ হাতি স্পিনার মো. ইলিয়াস ও নাহিদুল ইসলামকে। এ ছাড়া বিদেশি ক্রিকেটারের মধ্যে ইংল্যান্ডের স্যাম হেইন, আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও জহির খানকে। ‘আইকন’ ক্রিকেটার হিসেবে রংপুর আগেই নিয়েছে টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে। এ ছাড়া ছিলেন মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী। বিদেশি ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলও রয়েছেন রংপুরে। গেইল ছাড়াও বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছেন রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জেসন কার্লোস, থিসারা পেরেরা, কুশল পেরেরা ও অ্যাডাম লিথ। এমন সব ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাই যায়। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই দেখছেন রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান। ‘আমাদের যে রকম দল গড়ার স্বপ্ন ছিল, তার ৯০ শতাংশই পূর্ণ করতে পেরেছি বলে আমি মনে করি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে লড়াই করতে হবে। মাঠে নামার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’
গতকাল রেডিসান ব্লুতে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের পঞ্চম আসরের ‘প্লেয়ার্স ড্রাফট’। নভেম্বরের শুরুতেই পর্দা উঠবে বিপিএলের। রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতায় বাদ পড়েছে বরিশাল বুলস। ফিরেছে সিলেট। দলটির নতুন নাম ‘সুরমা সিলেট সিক্সারস’। আসর দিয়ে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের। প্রথম পাঁচ রাউন্ডের খেলা হবে সিলেট স্টেডিয়ামে। এরপর ঢাকা, চট্টগ্রাম হয়ে ফের ঢাকায় শেষ হবে আসর। ডাবল লিগ পদ্ধতির খেলা এগোবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। শীর্ষ চার দল নিয়ে হবে প্লে অফ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিন 
                                        
                                        
                                            Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
 
                                        
                                        
                                            মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
 
                                        
                                        
                                            বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
 
                                        
                                        
                                            Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
 
                                        
                                        
                                            Bashundhara Group Exporting Tissue to 16 Countries
 
                                        
                                        
                                            Bashundhara Group Chairman Stands by Ailing Girl
 
                                        
                                        
                                            Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
 
                                        
                                        
                                            India Willing Partner in Bangladesh Development
 
                                        
                                        
                                            Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
 
                                        
                                        
                                            Ceremony of Bashundhara Cup Golf